মুখ‍্যমন্ত্রীর জেলা সফরের পরেই একাধিক থানার আইসি পদে রদবদল

26th November 2020 9:33 pm বাঁকুড়া
মুখ‍্যমন্ত্রীর জেলা সফরের পরেই একাধিক থানার আইসি পদে রদবদল


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : ২০২১  সালের বিধানসভা নির্বাচনের আগেই বাঁকুড়া জেলায় IC পদের বড়সড় রদবদল ।

IC রানিবাঁধ উত্তম কুমার দেবনাথ পরিবর্তন হয়ে তিনি গেলেন ইন্সপেক্টর অফ পুলিশ DIB সুন্দরবন PD --- রানিবাঁধ এর নতুন IC পদে নিযুক্ত হলেন বিপ্লব পতি তিনি ছিলেন IC বিনপুর PS ঝারগ্রাম ।

IC সিমলাপাল সুদীপ দাস গুপ্ত পরিবর্তন হয়ে তিনি রানাঘাট কোট ইন্সপেক্টর পদে নিযুক্ত হলেন --- সিমলাপাল IC পদে নতুন নিযুক্ত হলেন তাপস দত্ত তিনি ছিলেন ইন্সপেক্টর অফ পুলিস DIB পুরুলিয়া ।

IC বড়জোর বিশ্বজিৎ মুখার্জি পরিবর্তন হয়ে তিনি ইন্সপেক্টর অফ পুলিশ DIB পূর্ব বর্ধমানে নিযুক্ত হন --- বড়জোর IC পদে নতুন নিযুক্ত হন সঞ্জয় শ্রীবাস্তব তিনি ছিলেন ট্রাফিক ইনস্পেক্টর বসিরহাট PD ।

IC সারেঙ্গা সূর্য সরকার মন্ডল পরিবর্তন হয়ে তিনি বনগাঁ পুলিশ স্টেশন IC পদে নিযুক্ত হন -- IC সারেঙ্গা পদে নিযুক্ত হন সুজিত ভট্টাচার্য তিনি ছিলেন IC খরদা পুলিশ স্টেশনে ব্যারাকপুর PC





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।